Boycott Fiverr
এই পদ্ধতি ফলো করেনঃ
(১) আপনার সমান স্কিল সম্পন্ন ৪/৫ জনের টিম করেন। যাদের সাথে ভরসার সম্পর্ক আছে।
(২) ওয়েবসাইট বানান সুন্দর করে আপনার সার্ভিসগুলো এক্সপ্লেইন করে। এরপর আপনার স্কিলের মাপ অনুযায়ী লোকাল অথবা গ্লোবাল মার্কেট টার্গেট করে মার্কেটিং এন্ড সেলস প্ল্যানিং করেন। একসাথে দুই মার্কেট টার্গেট করবেন না।
(৩) লোকাল মার্কেট টার্গেট করলে- একটা সুন্দর টিম প্রফাইল বানাবেন, লোকাল মার্কেটে সম্ভব্য সমস্ত কোম্পানির লিস্ট করবেন, লিস্ট ধরে ধরে মেইল, কল, ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে কাজ নিবেন। আস্তে করে ট্রেড লাইসেন্স করে ফেললে অপরচুনিটি আরো বড় হবে। আপনি বড় কোম্পানির কাজের জন্য টেন্ডারে নামতে পারবেন। তবে আপনাকে কাস্টোমার সেগমেন্ট করে নিতে হবে। মানে ছোট, মাঝারি, বড়, থার্ড পার্টি- সব লেয়ারে একবারে গেলে ফেইল করবেন। যেকোন এক লেয়ার টার্গেট করে কাজ করবেন।
(৪) গ্লোবাল মার্কেট টার্গেট করলে- গুগল এডস, লিংকড ইন, মেইল মার্কেটিং, ম্যাপ টার্গেটিং ইত্যাদির মাধ্যমে কাজ করবেন। ভালোমানের কিছু BPO সাইট খুজে বের করতে পারেন, সেগুলোর মাধ্যমে আপনার সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবেন। সুযোগ হলে বাইরের কোন দেশে ট্রেড লাইসেন্স করে ফেলতে পারেন। ভালো ভালো কিছু দেশ আছে ডিজিটাল সার্ভিস প্রভাইড করার জন্য, সেসব দেশকে টার্গেট করে আপনার মার্কেটিং এন্ড সেলস প্ল্যান সাজায়ে কাজ করবেন।
(5) Content Marketing এর ব্যাপারে ভুলবেন না। সকল মার্কেটেই কন্টেন্ট মার্কেটিং এখন অত্যাবশ্যক।
ইনশাআল্লাহ, আগে যেমন ছিলেন তার চেয়ে ভালো থাকবেন।
মার্কেটিং এন্ড সেলস নিয়ে কনসালটেন্সী প্রয়োজন হলে আমাকে ম্যাসেজ করতে পারেন
[Post টা অন্য কারো কাজে লাগবে মনে করলে শেয়ার দিয়ে দিতে পারেন]